আমাদের বিদ্যালয়টি এল আকৃতির। এর জমির পরিমান ০৫ শতাংশ। এর দৈর্ঘ্য ৮২.৫ ফুট এবং প্রস্থ্য ১৯.৫ ফুট। বিদ্যালয়টিতে মোট ০৫টি কক্ষ আছে। বিদ্যালয়টির সামনে ০৩টি বনজ গাছ আছে। একটি নলকূপ ও দুইটি টয়লেট আছে।
ভারতবর্ষ বিভক্ত হওয়ার পূর্বে মরহুম জনাব কাইমউল্লাহ সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভায় প্রস্তাব করেন যে, আমাদের গ্রামের লেখাপড়ার মান উন্নয়নের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। উক্ত প্রস্তাবটি সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। পরে তিনি তাঁর ০৫ শতাংশ জায়গা বিদ্যালয়ের জন্য দান করেন এবং এলাকাবাসীর সহযোগীতায় একটি ঘর নির্মাণ করেন।
শ্রেণী ভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যা
শ্রেণী ছাত্র ছাত্রী মোট
১ম ৬৮ ৪৪ ১১২
২য় ৪৮ ৫৭ ১০৫
৩য় ৫৪ ৫৫ ১০৯
৪র্থ ৪০ ৪৯ ৮৯
৫ম ২০ ২২ ৪২
মোট ২৩০ ২২৭ ৪৫৭
০১। মাহবুব-ই-খুদা সভাপতি
০২। লুৎফুর রহমান সদস্যসচিব
০৩। গোলাম ছানদানী আপন স্থানদাতা
০৪। নিপা শিক্ষক প্রতিনিধি
০৫। ফেরদৌসি বেগম অভিভাবক সদস্য
০৬। মোঃ আলাউদ্দিন অভিভাবক সদস্য
২০০৭ ইং ১০০%
২০০৮ইং ৭৫%
২০০৯ইং ৭৯%
২০১০ইং ৮৮%
২০১১ইং ৬৯%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস