উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়
ইটনা, কিশোরগঞ্জ ।
উপজেলা সমবায় কর্মকর্তার নিকট যোগাযোগ করতে হবে ।
সিটিজেন চার্টার
| প্রশিক্ষণ | 1)কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়ীতে অবস্থিত দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষণ প্রথিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমী এবং মুক্তাগাছাসহ নয়টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। 2)জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট সমিতিতে গিয়ে সদস্য প্রশিক্ষণ দিয়ে থাকে। 3)সমবায় অধিদপ্তরের কার্যালয়ের ঢাকাস্থ সদর কার্যালয়, বাংলাদেশ সমবায় একাডেমী এবং মুক্তাগাছাসহ নয়টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে অবস্থিত মোট ৩টি/২টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সদস্য ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদেরে আধুনিক তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।
|
| অভিযোগ নিষ্পত্তি | কোন অভিযোগ থাকলে জেলা সমবায় অফিসার এর নিকট দাখিল করলে তা নিষ্পতি করা হয়ে থাকে। |
আস্রায়ন প্রকল্প সমুহে সমিতি গঠন এবং সদস্যদের মধ্যে ঋণ কারযক্রম চলমান ।
উপাজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়
উপজেলা পরিষদ কমপ্লেক্স
ইটনা , কিশোরগঞ্জ ।
মোবাঃ ০১৭২৪৮২৯৯৯৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস