উপজেলার আভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা মূলত নৌপথে এবং পায়ে হাটার মাটির কাঁচা রাস্তা নির্ভর হলেও বেশ কয়েক কি,মি,সাবমার্জিবল (পাকা ) রাস্থায় এখন ট্রলি,ট্রাক্টর,ভ্যান,মটর সাইকেল,অটো, পিকআপ ইত্যাদি চলাচল করতে পারছে ।এ ছাড়াও বর্তমানে নির্মানাধীন চামড়া- ইটনা সাবমাজিবল রাস্তাটি সম্পন্ন হলে বছরে অন্তত সাত-আট মাস ইটনা থেকে গাড়ী যোগে কিশোরগঞ্জ জেলা সদরে যাতায়ত সম্ভব হবে।বর্তমানে কিশোরগঞ্জ থেকে পূর্বদিকে ২০ কি,মি, সড়ক পথে চামড়া ঘাট এবং সেখান থেকে ইজ্ঞিন চালিত কাঠের নৌকাযোগে পূর্বদিকে প্রায় ১৮ কি,মি,দূরে ইটনা উপজেলা সদরে পৌঁছা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস