উপজেলার পটভূমি
|
১৮৬৪ সনে বর্তমান ইটনা সদর থেকে ৬ কিলোমিটার পশ্চিমদিকে বাদলা গ্রামে একটি আউট-পোষ্ট থানা বা পুলিশ ফাঁড়ি স্থাপিত হয়েছিল। ১৯০৬ সনের ১৫ই জুন পূর্ববঙ্গ ও আসাম সরকারের ৬৬৭৬ নং গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বাদলা পুলিশ ফাঁড়ি বিলুপ্ত করে, ইটনায় পূর্নাঙ্গ থানা প্রতিষ্ঠা করা হয়। তখন ইটনা থানায় ইউনিয়নের সংখ্যা ছিল ১১টি। যথা: ১। রায়টুটি ২| ধনপুর ৩| মৃগা ৪| ইটনা ৫| বাদলা ৬| বড়িবাড়ী ৭| এলংজুড়ি ৮| জয়সিদ্ধি ৯| কাটখাল ১০| ঢাকী ১১| কেওয়াটজুড়| ১৯৮৪ সনে মিঠামইন থানা প্রতিষ্ঠিত হলে ঢাকী, কাটখাল ও কেওয়াটজুড় এই ৩টি ইউনিয়ন মিঠামইন থানার সাথে যুক্ত হয়। অপরদিকে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা থেকে গাজীপুর ইউনিয়নটি ইটনার সাথে যুক্ত হয়ে যায়। পরে বড়িবাড়ী ইউনিয়নটি ভেঙ্গে চৌগাংগা নামে আরও একটি নতুন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি গাজিপুর ইউনিয়নটি নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার সাথে সংযুক্ত হওয়ায় বর্তমানে ৯টি ইউনিয়ন নিয়ে ইটনা উপজেলা গঠিত হয়েছে। যথা:- ১। রায়টুটি ২| ধনপুর ৩| মৃগা ৪| ইটনা ৫| বড়িবাড়ী ৬| বাদলা ৭| এলংজুড়ি ৮| জয়সিদ্ধি ৯| চৌগাংগা| |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস