Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

 

ইটনা উপজেলার ঐতিহ্য এই এলাকার মাছ। নদী সংল্গন্ন এই উপজেলা বেশির ভাগ মানুষ কৃষি নির্ভর। এই এলাকার লোকজন বছরের ছয়মাস কৃষি কাজ করে ছয়মাস মাছ চাষ, নদীতে মাছ ধরার কাজে ব্যস্থ থাকে। এই উপজেলার মাছ দেশের বিভিন্ন জেলা শহরসহ রাজধানীতে রপ্তনী হয়। একটা সময় ছিল যখন এই মাছ প্রচুর পরিমাণে এই এলাকার মানুষ স্বল্প মূল্যে ক্রয় করতে পারত। বর্তমানে রপ্তানীর কারণে এই এলাকায় মাছের দাম যে কোন জেলা শহর থেকে বেশি। প্রতি দিন প্রায় ২০ থেকে ২৫ মন মাছ আমদানী রপ্তানী হচ্ছে।