আনন্দমোহন বসু (২৩শে সেপ্টেম্বর, ১৮৪৭- ২০শে আগস্ট, ১৯০৬) ছিলেন বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক। কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় জয়সিদ্ধি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ জজ আদালতের পেশকার পদ্মলোচন বসু ছিলেন তার পিতা। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বোন স্বর্ণপ্রভা বসু তাঁর স্ত্রী। আনন্দমোহন বসু সস্ত্রীক ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন।
বাংলাদেশের যে কোন প্রাণ্ত থেকে দুই ভাবে আনন্দ মোহন বসুর বাড়ি যাওয়া যায়। জেলা শহর কিশোরগঞ্জ থেকে সিএনজি, বাস, অটোরিকশা দিয়ে চামটা ঘাট, চামটা ঘাট থেকে নৌকা যোগে জয়সিদ্ধি বাজার। বাজার থেকে ৪-৫ মিনিট পূর্ব দিকে আনন্দ মোহন বসুর বাড়ি। আবার হবিগঞ্জ হয়ে বানিয়াচং, বানিয়াচং থেকে আজমিরীগঞ্জ, আজমিরীগঞ্জ থেকে কাকাইলচেউ বাজার, কাকাইলচেউ থেকে নদী পার হয়ে শুকনো মৌসুমে হেটে ওয়ারা গ্রাম হয়ে জয়সিদ্ধি বাজার, বর্ষা মৌসুমে নৌকা যোগে জয়সিদ্ধি বাজার। বাজার থেকে ৪-৫ মিনিট পূর্ব দিকে আনন্দ মোহন বসুর বাড়ি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS